ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ শামীম। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী শামীম শুক্রবার বিকেলে সরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা করেন। জেলা বিএনপি’র উপদেষ্টা রওশন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা, বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ শামীম বলেন, আমি সরাইলের সন্তান। আমার রাজনীতির মূল উদ্যেশ্য হলো মানুষের সেবা করা। শুরূ থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি’র ছায়াতলে রাজনীতি করছি। প্রয়াত জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করেই পথ চলছি। ছাত্রজীবন থেকে অদ্যাবধি জীবনের সবটুকু সময় রাজনীতিতেই ব্যয় করেছি। জীবনের অধিকাংশ সময় দু:শাসন, অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, জুলুম, নির্যাতনের বিরূদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেই কাটিয়েছি। জেল জুলুম হুলিয়া মাথা পেতে নিয়েছি। ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন সামনের সারি থেকে মোকাবেলা করেছি। আমার বিরূদ্ধে জুলুমবাজ সরকার অর্ধশতাধিক মামলা দিয়েছেন। অগণিতবার কারাবরণ করেছি। পুলিশি নির্যাতনের রেশ শরীরের মাংশ পিন্ডিতে এখনো মিশে আছে। আমি আশা করছি দল আমাকে ত্যাগের প্রতিদান দিবেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে অতীতে আমি একাধিকবার দলীয় মনোনয়ন চেয়েছি। দলীয় স্বার্থ ও সিদ্ধান্তকে বারবার মাথা পেতে মেনে নিয়েছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। আমার দীর্ঘ সময়ের ত্যাগ বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদি। আমি সর্বসময় গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক। সরাইল আশুগঞ্জের সকল গণমাধ্যমকে বলতে চাই, আমি এমপি নির্বাচিত হয়ে নির্বাচনী এলাকার সকল শ্রেণিপেশার মানুষের ভালোবাসায় ও সহযোগিতায় সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলায় রাপান্তর করতে চাই। আল্লাহর রহমত ও নির্বাচনী এলাকার জনগণের চেষ্টা আর দোয়াই আমার মূল শক্তি। আমি কাজ ও সেবা করে মানুষের মন জয় করতে চাই।