কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরের ব্যবসায়ী জহুরুল ইসলামের স্ত্রী রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত অভিভাবক কুষ্টিয়ার দৌলতপুরের রজনী খাতুনের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার কামরুল হাসান বারী ও উইং কমান্ডার মোনালিসার নেতৃত্বে বিমান বাহিনী একটি টিম শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের নিহতের কবরস্থানে গিয়ে গার্ড অফ অনার ও কবরে পুষ্পামাল্য নিবেদন করেন। এ সময় রজনী খাতুনের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়। শ্রদ্ধাজ্ঞাপন শেষে বিমান বাহিনীর কর্মকর্তারা নিহত রজনী খাতুনের স্বামী জহুরুল ইসলামসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও তার ছেলে মেয়েদের সাথে কথা বলেন। বিমান বাহিনীর কর্মকর্তারা প্রায় আড়াই ঘন্টা সেখানে অবস্থান করে এবং নিহতের পরিবারের নিকট থেকে ঘটনার বিবরণ শুনেন এবং তাদের সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুরের সাবেক এমপি, দোলতপুর থানা বিএনপির সভাপতি,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর থানা বিএনপির সেক্রেটারি,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ সহ মরহুমের পরিবারের অন্যান্য সদস্যরা এবং এলাকার মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতছিলেন। এর আগে বেলা ১২টার দিকে বিমান বাহিনীর কর্মকর্তারা রজনী খাতুনের পরিবারের সাথে দেখা করেন এবং স্থানীয় মসজিদে জুম্মার নামাজের শেষে দোয়া মাহফিলে অংশগ্রহন করেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। উইং কমান্ডার কামরুল হাসান বারী বলেন, মাইলষ্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত অভিভাবক রজনী খাতুনের বাড়িতে আমরা যায়। বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে নিহতের কবরে শ্রদ্ধাজ্ঞাপন ও নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং এতিমদের খাবার বিতরণ করা হয়। শোকসন্তপ্ত পরিবার ও ছেলে মেয়েদের সাথে কথা বলা হয় এবং তাদের সমবেদনা জানানো হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, মাইলস্টোন স্কুলে বিমান নিহত রজনীর কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাহিনীর কর্মকর্তারা নিহতের বাড়িতে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের সাথে ছিলাম। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত রজনীল জন্য বিমান বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনও মর্মাহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।