বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তার ৪ টা বাইপাস করা হয়েছে। তিনি ৭ দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।
অপারেশন শেষে শনিবার বিষয়টি নিশ্চিত করে ডা: জাহাঙ্গীর কবির বলেন, ডা. শফিকুর রহমানের দুইটি ধমনিতে ৪ টি বাইপাস করা হয়েছে। দেশের চিকিৎসকদের প্রতি তার আস্থা অন্যদের অনিপ্রাণিত করবে। এই সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছে। এতে করে অনেকেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখবেন এবং এ ধরনের অসুস্থতায় দেশের বাইরে চিকিৎসা নেয়ার প্রবণতা কমে আসবে।
সুষ্ঠুভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ ও চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। তারা প্রত্যাশা করেন, দেশবাসী ও নেতাকর্মীদের দোয়া ও ভালোবাসায় দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন জামায়াত আমির।