কাহারোলে ছাত্রলীগের ২ কর্মী আটক

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৩:১৬ পিএম
কাহারোলে ছাত্রলীগের ২ কর্মী আটক

দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, ১ আগষ্ট’২৫ শুক্রবার বিকালে উপজেলার ডাবোর ইউনিয়নের কাকোর গ্রামের মালটার মোড় নামক এলাকায় দিনাজপুর জেলা শাখা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করার চেষ্টা করলে থানা পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । এসময় তাদের নিকট থেকে একটি  ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল ও ৫টি মোবাইল ফোন, ব্যানারসহ উদ্ধার করা হয়। আটককৃতরা হলো দিনাজপুর সদরের কোতায়ালী থানার ঘাসিপাড়া গ্রামের খুরশীদ আলমের ছেলে মোঃ আরিফ আলম ও একই সদরের সুইহারী গ্রামের মোঃ জব্বার আলী ছেলে মোঃ আসাদকে আটক করে পরের দিন শনিবার মামলা দায়েরের পর দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত সহ ৭ জন নামধারী ও ২০-২২ জন অজ্ঞাত নামা আসামী করে বিশেষ ক্ষমতা আইনে কাহারোল থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং- ০২, তারিখ- ১ আগস্ট’২০২৫ ইং বলে ওসি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে