বিএনপিতে চলছে নোংরা রাজনীতি

সুজানগরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৫, ০৪:০৭ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৩:৩৯ পিএম
সুজানগরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর

পাবনার সুজানগরে বিএনপিতে চলছে হীন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার নোংরা রাজনীতি। আর এই নোংরা রাজনীতির বলি হয়েছেন স্বয়ং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিও। এতে দলের মধ্যে দ্বন্দ্ব বিরোধ দেখা দেওয়ার পাশাপাশি ব্যাপক সমালোচনা চলছে। উপজেলা বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামাণিক জানান, বুধবার সকাল ১১টায় উপজেলার তঁতীবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে পোড়াডাঙ্গা ঈদগাহ মাঠে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও বিএনপি উপস্থাপিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-২আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের সবুজ সংকেত পাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ,কে.এম সেলিম রেজা হাবিব অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কিছু সময় আগে সুজানগর থানা পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠান পণ্ড করার হীন উদ্দেশ্যে সুজানগর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব শেখ আব্দুর রউফের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর করে। সেই সঙ্গে সন্ত্রাসীরা উক্ত অনুষ্ঠানে আগত নেতা-কর্মীদের উপর পথিমধ্যে হামলা চালায়। হামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৫জন নেতা-কর্মী আহত হয়। এক পর্যায়ে অনুষ্ঠানে আগত শত শত নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সুজানগর থানা পুলিশ উক্ত রউফ শেখের ভাতিজা সরোয়ার শেখসহ (৩৫), আরিফুল শেখ (২০) ও হৃদয় শেখকে (২২) আটক করে। পরবর্তীতে তাঁতীবন্দ ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ হাফিজুর রহমান এ ঘটনায় বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই জের ধরে মামলার আসামীরা মামলার বাদী মোঃ হাফিজুর রহমানসহ প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে তথা তাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার হীন উদ্দেশ্যে ওইদিন সন্ধ্যা রাতে পরিকল্পিতভাবে দুই দফা তাঁতীবন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাংচুর করে। প্রথম দফায় উক্ত কার্যালয়ের চেয়ার টেবিল ভাংচুর করে এবং দ্বিতীয় দফা কার্যালয়ে রক্ষিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি তছনছ করে। এঘটনায় বিএনপির সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু বলেন ব্যক্তি স্বার্থ চরিতার্থ  করার হীন উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে যারা নিজ দলের কার্যালয় ভাংচুরের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দলের সর্বোচ্চ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি তছনছ করতে পারে তারা কখনও বিএনপি করতে পারেনা। এরা বিএনপি নামধারী সন্ত্রাসী। এ বিষয়ে জানতে উক্ত শেখ আব্দুর রউফকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। সুজানগর থানায় অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে যাচাই করে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে