বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে (আইইবি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। অনির্বাচিত কোনো ব্যক্তি সংবিধান সংশোধন করেছে এমন নজির বিশ্বের কোথাও নেই।”
মেজর (অব) হাফিজ আরও যোগ করে বলেন, “সংস্কার একটাই হওয়া উচিত তা হলো তত্ত্বাবধায়ক সরকার। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।”
‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না’-যোগ করেন তিনি।