বালিয়াকান্দিতে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৫:০৬ পিএম
বালিয়াকান্দিতে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসনে দেশীয় মাছ রক্ষায় টানা তিন ঘন্টা বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল জব্দ করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত। জব্দকৃত জাল বালিয়াকান্দি স্টেডিয়ামে (কুঠির মাঠ) পুড়িয়ে ধ্বংস করেন তারা।

 শনিবার (২ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন রাজবাড়ী প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মহসিন হাসান। 

তিনি জানান, দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ ও প্রজ্ঞাপন ২০১৩ এর আলোকে তারা এই অভিযান চালিয়েছেন। তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ২০০ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছেন। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা  মো: তানভীর আহমেদ, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যারয়ের স্ট্যানো মো: তোফাজ্জেল হোসেন প্রমূখ।  অভিযানটি পরিচালনার সময় বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে