জামালপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ ও মাদার অব ডিউটি নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।শনিবার (২ আগস্ট ) জামালপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের উপ- পরিচালক মোঃ মঞ্জুর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহারসহ আরো অনেকে।
এ সময় বক্তারা জুলাই গণভ্যুত্থানে মায়েদের আত্মত্যাগের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। বক্তারা আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে জুলাই -্মৃতিকে বুকে ধারণ করে একটি ক্ষুধা,দারিদ্র ও দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার আহ্বান জানান।