পুলিশ বলছে পলাতক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলার প্রধান আসামির প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৬:৫৩ পিএম
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলার প্রধান আসামির প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংকে হামলা করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা  লোকমান হোসেন এবার প্রকাশ্যে মানববন্ধন ও কথিত সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ব্যাংকে হামলা,ভাঙ্চুর ও মারপিটসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদলের এই নেতার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা হয়েছে। অথচ প্রকাশ্যে তার পক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বক্তব্য দিলেও পুলিশ তাকে গ্রেফতার করলো না। অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন গত ৩১ জুলাই রাতে লোকমান হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত ব্যক্তিদের নামে চাটমোহর থানায় একটি মামলা করেন। মামলা নং ১৫। কিন্তু পুলিশ গত ৩ দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি। অথচ শুক্রবার (১ আগস্ট) ফৈলজানা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনেই লোকমান হোসেন লোকজন নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। অভিযুক্ত লোকমান হোসেন সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন,ব্যাংকে হামলা বা ভাঙ্চুরের ঘটনা তিনি ঘটাননি। ম্যানেজার নিজেই এসব করে আমার উপর দোষ চাপিয়েছেন। 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মুখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন গণমাধ্যমকে জানান, ২০১৮ সালে ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকার সিসি ঋণ নেন লোকমান হোসেন। তিনি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে গত ২৫ মে অর্থ ঋণ আদালতে একটি মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুর করেন তিনি। এসময় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন ও অন্যান্য কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনার পর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। 

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করেছে পাবনা জেলা যুবদল। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন,লোকমান হোসেন পলাতক। তাকে গ্রেফতার করতে পুলিশ মাঠে আছে। তার মানববন্ধন ও সংবাদ সম্মেলনের বিষয়টি তার জানা ছিলো না। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে