চাটমোহর-হান্ডিয়াল সড়কটি পুণঃনির্মাণের দাবিতে মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৫, ০৬:৫৪ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৬:৫৩ পিএম
চাটমোহর-হান্ডিয়াল সড়কটি পুণঃনির্মাণের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার নতুন বাজার জারদিস মোড় হতে হান্ডিয়াল চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কটি দ্রুততম সময়ের মধ্যে পুণঃনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় চাটমোহর নতুন বাজার জারদিস মোড় থেকে হান্ডিয়াল চৌরাস্তা পর্যন্ত প্রায় দীর্ঘ এই সড়কের ৯টি পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে  চেতনায় হান্ডিয়াল নামের একটি সামাজিক সংগঠণ। জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত সড়কের দু’পাশে নয়টি পয়েন্টে মানববন্ধন চলাকালে পথসভা অনুষ্ঠিত হয়। মানবন্ধন ও পথসবঅয় অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ।

চাটমোহর জারদিস মোড়,কুমারগাড়া,দোদারিয়া,চরসেনগ্রাম বাজার,বওশা ব্রিজ,চিনাভাতকুর মোড়,নিমাইচড়া মোড়,হান্ডিয়াল বাজার ও বাঘলবাড়ি চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে সড়কের দু’পাশের বিভিন্ন গ্রামের মানুষ,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বিভিন্ন পয়েন্টে বক্তব্য দেন,পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম,পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী,সাবেক ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন,জামায়াত নেতা মওলানা মোঃ হাবিবুর রহমান,বিএনপি নেতা আবু হানিফ,ছহির উদ্দিন স্বপন,কে এম বেলাল হোসেন স্বপন,রাশেদুল ইসলাম হেলাল,সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক,শহিদুল ইসলাম,অধ্যক্ষ রেজাউল করিম হেলাল,মুক্তার হোসেন,আবু শাহিন,আনোয়ার হোসেন প্রমুখ।   

প্রসঙ্গতঃ চাটমোহর উপজেলার নতুন বাজার জার্দিস মোড় থেকে হান্ডিয়াল চারমাথা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এটি। বর্তমানে তা মরণফাঁদে পরিণত হয়েছে। হান্ডিয়াল,নিমাইচড়া,বিলচলন ও গুনাইগাছা ইউনিয়ন এবং চাটমোহর পৌর এলাকার অসংখ্য মানুষের জন্য একমাত্র চলাচলের পথ এই সড়কটি। সম্প্রতি সড়কটি নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ করেই ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যায়। এ রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে সড়কের অসংখ্য গর্তে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুকনো মৌসুমে ধুলাবলিতে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

এমন অবস্থায়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে যেন বিষয়টি একেবারেই পড়ছে না। স্থানীয় বাসিন্দারা বারবার প্রতিবাদ মানববন্ধন করলেও আজ পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত রাস্তাটি পূনঃনির্মাণের দাবিতে ‘চেতনায় হান্ডিয়াল’ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় সড়কের ৯টি পয়েন্টে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটি সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন। এই রাস্তা আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম। এখনই প্রতিবাদ না করলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার শিকার হতে হবে। তারা রাস্তাটি পুনঃনির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচরে আনার জন্য স্মারকলিপিও প্রদান করা হবে বলে জানান।

এদিকে পাবনা সড়ক ও জনপথ বিভাগ থেকে সড়কটির বড় বড় গর্তে ইটের খোয়া ফেলে ইট বিছানো শুরু করেছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,সড়কের গর্ত ভরাট করা হচ্ছে এবং ইট বিছানো হচ্ছে। তবে এটি সাময়িক বলে জানালেন এক কর্মকর্তা। সড়কটি পুণঃনির্মাণের জন্য পুনরায় টেন্ডার আহবান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে