রাজশাহী সমন্বিত শিশু পূনর্বাসন কেন্দ্রের উপ-পরিচালক মো: কামাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। শনিবার (২ আগষ্ট) বেলা ১২ টায় নগরীর জিরোপয়েন্টে অসহায় পথশিশু ও সচেতন রাজশাহী বাসির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃত পরিচালিত সমন্বিত শিশু পনর্বাসন কেন্দ্র, রাজশাহী সেন্টারটি কর্মসূচির শুরু থেকে এখন পর্যন্ত সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছিল। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধা বঞ্চিত শিশু, পথশিশুসহ অন্যান্য অসহায় দারিদ্রদ্র্য শিশুদের নিরাপদ আশ্যয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা, বিনোদন, জীবনদক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে নিয়ে আসা। সবকিছুই সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছিল এবং শিশুরাও সুন্দরভাবে পড়াশুনা, প্রশিক্ষণ গ্রহণ ও কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে অনেকটায় সক্ষম হয়েছিল। কিন্তু বর্তমানে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, রাজশাহীর দায়িত্ব প্রাপ্ত উপ প্রকল্প পরিচালক, মো: কামাল উদ্দীন চৌধুরী, শিশুদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও খেলাধুলায় যথেষ্ঠ উদাসিন। এসকল এতিম বাচ্চাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও খেলাধুলার উপকরণের টাকা আত্মসাৎ করে নিজের পকেট ভরে ফলে সে দিনে দিনে আরও দুর্নীতিবাজ হয়ে উঠছে। এছাড়াও অফিসের অন্যান্য মালামাল ক্রয়েও (শিশুদের খেলাধুলা সামগী ক্রয়, প্রশিক্ষণ উপকরণ ক্রয়, ঔষধ এর অন্যান্য মনিহারি, প্রচার ও বিজ্ঞাপন ব্যায়, বইপত্র ও সাময়িকী, প্রকাশনা, মুদ্রন ও বাঁধায়, কম্পিউটার সামগ্রী ক্রয়, বিছানাপত্র ক্রনা, কিচেনইউটেনসিল মালামাল ক্রয়, শীতবস্ত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, কম্পিউটার ও আনুঙ্গিক ক্রয়, আসবাবপত্র মেরামত, কম্পিউটার সামগ্রী মেনামত, অনুষ্ঠান উৎসবাদি ব্যায়, অফিস সরাঞ্জাম মেরামত, ভবন ও স্থাপনা মেরামত) রয়েছে যথেষ্ঠ অনিয়ম ও দুর্নীতি। তারা আরো অভিযোগ করেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের যে সুবিধা বঞ্চিত শিশুরা এবং অফিসের অন্যান্য ষ্টাফরা কিছু বললে সে ষ্টাফদের এবং অসহায় শিশুদের অকথ্য ভাষায় গালাগালাজ ও শাস্তির ভয় দেখায়। এমতবস্থায় ওখানে অধ্যায়নরত এইচ. এস. সি পরীক্ষার্থী ছেলে ও মেয়েরা তার দূর্নিতির প্রতিবাদ করায় তাদেরকে সমন্বিত শিশু পূর্নবাসন কেন্দ্র থেকে জোরজবস্তি প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। এসকল সুবিধা বঞ্চিত অসহায় পথ শিশু ছাত্র ছাত্রীরা অসহায় ও দিশেহারা হয়ে পড়ে। তারা বলেন, প্রতিষ্ঠানের উপ প্রকল্প পরিচালক মো: কামাল উদ্দীন চৌধুরী তার দুর্নীতি ধামা চাপা দেওয়ার জন্য এ প্রতিষ্ঠানটি রাজশাহী বিভাগীয় শহর থেকে করে মোঃ কামাল উদ্দিন চৌধুরী তার দেশের বাড়ি নাটোর জেলায় স্থাপন করার সম্পূর্ন প্রক্রিয়া শেষ করে। অফিসে নিয়মিত না আসা এবং আসলেও দেরি, বিশেষ করে দুপুর ১২ টার আগে না আসা। সে এই প্রতিষ্ঠানের ঠিকাদারদের থেকে অনৈতিক অর্থ বিনিময়ের মাধ্যমে কাজ দিয়ে থাকে। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতিদ্রুত বিচার চেয়ে বলেন, রাজশাহী সকল স্তরের জনগনকে এবং সমন্বিত শিশু পূর্নবাসন কেন্দ্র পরিচালিত সমাজ কল্যাণ মন্ত্রলায় প্রধান উপদেষ্টা মুখ্য সচিব, বিভাগীয় কমিশনার, রাজশাহী, জেলা প্রশাসক রাজশাহী উপ-পরিচালক জেলা ও বিভাগীয় সমাজ সেবা কার্যালয় রাজশাহী, তাদের দৃষ্টি আকর্ষণ ও আওয়ামীলীগ ফ্যাসিবাদের দোসর উপ প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দীন চৌধুরীর সকল দূর্নিতী ও অনিয়মের শাস্তি দিয়ে যথাযথ অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের সকল সেবা ও সুন্দর জীবন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পদক্ষেপের কামনা করেছেন।