প্রতাপনগরে মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৪ এএম
প্রতাপনগরে মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুরে কেরাতুল কুরআন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কল্যাণপুর বায়তুল মামুর জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন গাজীর সভাপতিত্বে, মুহতামিম মাওঃ আবু সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় ও মুয়াজ্জিন রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের আমির প্রতাপনগর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য সাবেক বিএনপি নেতা হাসেম আলী সরদার, মাওঃ আবু জাফর সিদ্দিকী, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ মাওঃ রাশেদুল ইসলাম, আলহাজ্ব মোশাররফ সানা, জামায়াত ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল নেতা আব্দুস সাত্তার ও শফিকুল ইসলাম, হাফেজ বেলাল হোছাইন, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, অভিভাবক সদস্য কামরুজ্জামান প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে