বহিস্কৃত যুবদল নেতা লোকমান মেম্বার গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৭:২০ পিএম
বহিস্কৃত যুবদল নেতা লোকমান মেম্বার গ্রেফতার

অবশেষে গ্রেফতার হলেন যুবদলের বহিস্কৃত নেতা আলোচিত লোকমান হোসেন মেম্বার। পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংকে হামলা করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত যুবদলের বহিস্কৃত এই শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফৈলজানা থেকে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। একাধিক সূত্র জানায়,র‌্যাব,থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে ফৈলজানা থেকেই তাকে গ্রেফতার করে। পাশের একটি বাড়িতে সে লুকিয়ে ছিলো। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন  এরআগে গত শুক্রবার সে প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করেছে পাবনা জেলা যুবদল। যুবদলের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বহিস্কৃত নেতার কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে