জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘যত ভালোবাসি তোরে’ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (৩১ জুলাই)। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এ গানে কথা লিখেছেন প্রসেনজিত মণ্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর।গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন মোহন ইসলাম। এতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানী। ভিডিও প্রসঙ্গে অনন্যা বলেন, “চমৎকার একটি রোমান্টিক গান। এমন গানের অংশ হতে পেরে ভালো লাগছে।” নয়ন সানীর ভাষায়, “আসিফ ভাইয়ের গানে কাজ করতে পারা আনন্দের।”এর আগে ১০ জুলাই আসিফ আকবর প্রকাশ করেন ‘ভীষণ কান্না পায়’ শিরোনামের গান। গানটির কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভিডিও নির্মাণ করেন ইয়ামিন ইলান।কোরবানির ঈদ উপলক্ষে আসিফ প্রকাশ করেছিলেন সাধনা সারগামের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘মন যে ছুঁয়েছে মন’ গানটি। সুর করেন রাজা কাশেফ, ভিডিও পরিচালনায় ছিলেন চন্দন রায় চৌধুরী। শ্রোতাদের ভালো গান উপহার দেওয়াই সব সময় তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন আসিফ আকবর।