ইসিতে ফের হাজির এনসিপি, নিবন্ধনে ঘাটতি পূরণের ফের জমা দিল নথিপত্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০২:২৯ পিএম
ইসিতে ফের হাজির এনসিপি, নিবন্ধনে ঘাটতি পূরণের ফের জমা দিল নথিপত্র

নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারলেও নির্বাচন কমিশনের (ইসি) দরজায় আবারও কড়া নাড়ল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা ঘাটতি থাকা কাগজপত্র নিয়ে সরাসরি হাজির হয়েছেন কমিশনে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে এনসিপির সংগঠনতান্ত্রিক তৎপরতা ও নিবন্ধন প্রাপ্তির দৃঢ়তা।

রোববার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

নির্বাচন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে মূলত দলটির পক্ষ থেকে ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় নথি হস্তান্তর এবং নিবন্ধন সংক্রান্ত অবস্থান পরিষ্কার করা হয়েছে।

এর আগে জুন মাসে দলটি বিপুল পরিমাণ, প্রায় ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দেয়। তবে কমিশনের প্রাথমিক যাচাইয়ে এনসিপি উত্তীর্ণ হতে পারেনি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এনসিপি ছাড়াও আরও ১৪৩টি রাজনৈতিক দলের কাগজপত্রে ঘাটতি রয়েছে। এ অবস্থায় যেসব দল যথাযথভাবে ঘাটতি পূরণ করে নতুন করে জমা দিচ্ছে, তাদের পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে ইসি।

এনসিপির ঘাটতি সংশোধনের এই উদ্যোগ তাদের নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা অব্যাহত রাখার ইঙ্গিত দেয়। নিবন্ধন না থাকায় এতদিন তারা জাতীয় নির্বাচনে প্রার্থী দিতে পারেনি, তবে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মসূচিতে দলটি সক্রিয় ভূমিকা রেখেছে।

নির্বাচন কমিশনের ভবিষ্যৎ সিদ্ধান্তই নির্ধারণ করবে—ঘাটতি পূরণ করেও এনসিপির মতো দলগুলো নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন পাবে কি না।

আপনার জেলার সংবাদ পড়তে