ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০২:৪২ পিএম
ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।

জানা যায়, রোববার সকালে আব্দুল হাই খানের সঙ্গে রাকিব সেপাই (২৩) ও জসিম খান (২৫) এর কথা কাটাকাটির একপর্যায়ে রাকিব ও জসিম মিলে আব্দুল হাইকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত আব্দুল হাইকে উদ্ধার করে থানায় নিয়ে যান এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে