কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য জীবন নিয়ে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। স্বামী অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে রিয়া সম্প্রতি ফেসবুক লাইভে আবেগঘন বক্তব্য দেন, যেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি।রিয়ার অভিযোগ, স্বামীর পরকীয়া হাতেনাতে ধরার পর থেকে তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। পাল্টা অরিন্দমও রিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন, এমনকি রিয়াকে চ্যালেঞ্জ করে বলেন—তিনি যদি অন্য নারীর সঙ্গে তার সম্পর্ক প্রমাণ করতে পারেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন।লাইভে রিয়া বলেন, “এটাই হয়তো আমার শেষ লাইভ। আমি চেয়েছিলাম দুই পরিবার মিলে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলুক।” একইসঙ্গে তিনি স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্যপ্রমাণ তুলে ধরেন। উল্লেখ্য, রিয়া ও অরিন্দম দুজনেই দাবি করেছেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যা আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে এই বিতর্কের নিষ্পত্তি হবে আইনি পথেই।