হারুন অর রশিদ

আগামী নির্বাচনে ভোট পেতে হলে জনগণের বিশ্বাস অর্জন করুণ

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৩:১৮ পিএম
আগামী নির্বাচনে ভোট পেতে হলে জনগণের বিশ্বাস অর্জন করুণ

আগামী নির্বাচনে ভোট পেতে হলে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে জানিয়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হারুন অর রশিদ হারুন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচন কিন্তু রাতে হবে না। দিনের ভোট দিনেই হবে। তাই আপনারা সতর্ক হয়ে যান। মানুষের ভালোবাসা অর্জন করুণ। জনগণের আস্থা অর্জন করুণ।

শনিবার (২ আগস্ট) বিকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বালিয়াকান্দিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্ধন তারুণ্যের প্রতীক তারেক রহমান এবং আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত ১৭ বছর ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য সবাইকে নিয়ে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। হাসিনাবিরোধী যত শক্তি ছিল তাদের সবাই নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন। তারই ধারাবাহিকতায় জুলাই-আগস্ট গণঅভ্যাত্থানের মাধ্যমে হাসিনাকে পালাতে হয়েছে।

দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু এখনো রয়ে গেছে। তারা দলে যাতে অনুপ্রবেশ করতে না পারে সে দিকটা সবাই খেয়াল রাখবেন। ১৭ বছর যারা ত্যাগ স্বীকার করে দলের দুর্দিনে ছিলেন দল তাদের মূল্যায়ন অবশ্যই করবেন।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 

এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন বক্তব্য রাখেন। 

বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আব্দুস সালাম মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে