চলে গেলেন তামিল অভিনেতা মাধন বব, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৩:৪৭ পিএম
চলে গেলেন তামিল অভিনেতা মাধন বব, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত

বিনোদন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। জনপ্রিয় তামিল অভিনেতা ও কৌতুকাভিনেতা মাধন বব আর নেই। শনিবার (২ আগস্ট) রাতে চেন্নাইয়ের আদিয়ার এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রকৃত নাম এস কৃষ্ণমূর্তি হলেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি মাধন বব নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে দক্ষিণী সিনেমা অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, পরিচালক ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। পরিচালক কে. বালাচাঁদের সহকারী এন. মোহন বলেন, “মাধন বব খুব ভালো মানুষ ছিলেন। কেবি স্যার তাঁর হাসিতে মুগ্ধ হয়ে তাঁকে ‘ভানামে এল্লাই’ ছবিতে সুযোগ দিয়েছিলেন।” পার্শ্বচরিত্রে দক্ষ অভিনয়শৈলীর জন্য মাধন বব দর্শকমনে আলাদা স্থান করে নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—**‘ভানামে এল্লাই’, ‘থেভার মাগান’, ‘সাথী লীলাবথি’, ‘থেনালি’, ‘সুন্দরা ট্রাভেলস’**সহ আরও বহু জনপ্রিয় কাজ। তামিল ছাড়াও তিনি হিন্দি ও মালায়ালাম ভাষার ছবিতেও অভিনয় করেছেন। তাঁর প্রস্থানে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হারাল এক গুণী শিল্পীকে। অভিনয়প্রেমী দর্শকদের মনে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মাধন ববের আত্মার শান্তি কামনা করছে চলচ্চিত্রজগত।