প্রথমবারের মতো বাবা হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। আজ রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার কন্যাসন্তানের জন্ম হয়। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সদ্যোজাত কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে শ্যামল লিখেছেন, “এই গ্রহে একটি নতুন তারার আগমন।” মেয়ের নাম রেখেছেন সানাভ মাওলা। তবে বর্তমানে মেয়ের মুখ প্রকাশ করেননি, ছবিতে মুখ ঢেকে রেখেছেন একটি হার্ট ইমোজি দিয়ে। ২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। অভিনয়জীবন শুরু করেছিলেন মঞ্চ দিয়ে, ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক। পরবর্তীতে ওটিটি ও চলচ্চিত্রে সাফল্য পেয়েছেন তিনি। ‘ক্যাশ’, ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ এবং ‘মহানগর’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেতা। তার নতুন সিনেমা ‘নাদান’ আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে। পাশাপাশি একটি অমনিবাস চলচ্চিত্র ও নতুন একটি সিরিজে কাজের কথাবার্তা চলছে।