হত্য মামলাসহ তিন মামলার আসামী

ভালুকায় শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার গ্রেফতার

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৪:১৬ পিএম
ভালুকায় শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার গ্রেফতার

ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যাসহ তিনটি মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে আজ রোববার (০৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, ফ্যসিষ্ট হাসিনার সরকার পরিবর্তনের পর থেকে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার আত্মগোপনে ছিলেন। ভালুকা থানা পুলিশ তার অবস্থান খোজে বের করে ঢাকা র‌্যাব-১ ও ডিবি পুলিশকে দিলে,শুক্রবার (০২ আগস্ট) র‌্যাব-১ ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। পরে, ভালুকা মডেল থানা পুলিশ বিমান বন্দর থানা থেকে শনিবার রাতে ভালুকায় থানায় নিয়ে আসে। আজ রোববার (০৩ আগস্ট) ভালুকা মডেল থানার তোফাজ্জল হোসেন হত্যা মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচর্জা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিমান বন্দর থানা থেকে নজরুল সরকারকে শনিবার রাতে ভালুকা মডেল থানা নিয়ে আসা হয়েছে। ৫দিনের রিমান্ড চেয়ে একটি হত্যাসহ তিনটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ৪ আগষ্ট ২০২৪ সালে সন্ধায় ভালুকার মাস্টার বাড়ী বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিল থেকে আ,লীগের সন্ত্রাসীরা তোফাজ্জল হোসেনকে ধরে নিয়ে কুপিয়ে আহত করে। আহত তোফাজ্জলকে উদ্ধার করে গাজীপুর জেলার শ্রীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শেখ হাসিনা ও উবাইদুল কাদেরসহ ২৪৫জনের নাম উল্লেখ ও আজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে ভালুকা থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরকার কে গ্রেফতার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে