আস্ত এক দ্বীপের মালিক জ্যাকুলিন ফার্নান্দেজ!

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৪:১৬ পিএম
আস্ত এক দ্বীপের মালিক জ্যাকুলিন ফার্নান্দেজ!

বলিউড তারকাদের বিলাসী জীবন নতুন কিছু নয়। তবে সবাইকে চমকে দিয়ে একেবারে আস্ত একটি দ্বীপ কিনেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দীপিকা, প্রিয়াঙ্কা বা আলিয়ার মতো তারকাদের পেছনে ফেলে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান এই লাস্যময়ী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জ্যাকুলিন ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে প্রায় চার একর আয়তনের একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন, যার দাম ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা ৭ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।

শোনা যাচ্ছে, সেখানে বিলাসবহুল ভিলা গড়ার পরিকল্পনা তার ছিল। তবে সেটা নিজের ব্যক্তিগত ব্যবহার নাকি পর্যটকদের জন্য রিসোর্ট হিসেবে ব্যবহৃত হবে, তা এখনো পরিষ্কার নয়।

২০০৯ সালে 'আলাদিন' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জ্যাকুলিনের। পরে ‘মার্ডার ২’, ‘রেস ২’, ‘হাউসফুল’ সিরিজসহ একাধিক হিট ছবিতে কাজ করে জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’-এ।

তবে ক্যারিয়ারের পাশাপাশি তিনি জড়িয়েছেন ২০০ কোটি রুপির প্রতারণা মামলায়, যেখানে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিকবার জেরার মুখোমুখি হয়েছেন।

দ্বীপ কেনার মতো চমকপ্রদ সিদ্ধান্তে আবারও আলোচনায় উঠে এলেন এই বলিউড অভিনেত্রী।