কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকাসহ আটক ৩

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৫:৫৮ পিএম
কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকাসহ আটক ৩

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার  রাতে মৌলভীবাজার ডিবির একটি টিম অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলো-মোঃ আব্দুল বাজিদ (৪২), মোঃ ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।

ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। তল্লাশিকালে বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০ হাজার নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ। 

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে