কালিয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৭:২৩ পিএম
কালিয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নড়াইলের কালিয়া উপজেলায় দিনের আলোয় সংঘবদ্ধ সশস্ত্র হামলায় এক যুবক ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এ ঘটনায় হামলাকারীরা নগদ এক লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার ৮নং কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মন্দিরের সামনে সরকারি পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের মো. ইলিয়াচ শেখের ছেলে মো. গোলাম রসুল (৩৫) এবং তার স্ত্রী।

গোলাম রসুল জানান, সেদিন তিনি শ্বশুরবাড়ি কলাবাড়িয়া তালুকদারপাড়া থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কালিনগর মোড় মন্দিরের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একদল যুবক তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। তিনি প্রথমে হামলাকারীদের অনুরোধ করেন স্ত্রী-সন্তানকে নিরাপদে পাঠিয়ে দিতে। কিন্তু তারা তা উপেক্ষা করে হকিস্টিক, জিআই পাইপ, লোহার হাতুড়ি ও বাসের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। স্ত্রী বাধা দিলে তাকেও কিল-ঘুষি ও লাঠিপেটা করা হয়।

তিনি আরও বলেন, হামলাকারীরা তার মোটরসাইকেলের চাবি, নগদ ৬৫ হাজার টাকা এবং ১ লাখ ২২ হাজার টাকার স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ৩ আগস্ট ভুক্তভোগী গোলাম রসুল নড়াগাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।