লাকসামে জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উদযাপনে প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান করা হয়। রোববার বিকালে লাকসাম সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টোর সভাপত্বিতে গ্রীন ক্যাসেল রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও শহীদ পরিবারকে অনুদান প্রদান ও সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ । অনুষ্ঠানে লাকসাম পৌরশহরের প্রধান পাঁচটি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শহীদ জিসান সহ তিন জন শহীদ পরিবারকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে ইসলামের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী , সুরক্ষা সিটির পরিচালক হাফেজ শাহ আলম, আবু বকর জাহেদ, সাংবাদিক ফারুক আল শারাহ্ , ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান প্রমুখ।