চলে গেলেন লনি অ্যান্ডারসন

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০১:৪৪ পিএম
চলে গেলেন লনি অ্যান্ডারসন

আশির দশকের টেলিভিশন দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া মার্কিন অভিনেত্রী লনি অ্যান্ডারসন প্রয়াত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে রোববার (৩ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই টিভি তারকা। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে. কাগান।

মৃত্যুর মাত্র একদিন পর, মঙ্গলবার (৫ আগস্ট) ছিল লনির ৮০তম জন্মদিন। কিন্তু জীবনের ৮০ বছর পূর্ণ হওয়ার আগেই থেমে গেল এই জনপ্রিয় অভিনেত্রীর পথচলা।

লনি অ্যান্ডারসনকে টেলিভিশনের দর্শক চিরকাল মনে রাখবেন কমেডি সিরিজ “WKRP in Cincinnati”-তে ‘জেনিফার মার্লো’ চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য। ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রচারিত এই ধারাবাহিকটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি লোকসানি রেডিও স্টেশনকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। স্টেশনটি নিজেদের ভবিষ্যৎ রক সঙ্গীতের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল—সেই প্রেক্ষাপটে রিসেপশনিস্ট জেনিফার মার্লোর ভূমিকায় ছিলেন অ্যান্ডারসন।

জেনিফার মার্লো ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, হাই হিল পরা, আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী এক নারী, যিনি অফিসের নানা ঝামেলা সামাল দিতে পারতেন দক্ষ হাতে। তাঁর বুদ্ধিমত্তা, ঠাণ্ডা মাথার আচরণ ও হাস্যরস দর্শকদের মুগ্ধ করেছিল। সৌন্দর্যের বাইরেও চরিত্রটি হয়ে উঠেছিল কার্যকারিতা ও ভারসাম্যের এক প্রতীক। এই চরিত্রে অভিনয়ের জন্য লনি অ্যান্ডারসন দুইবার এমি অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়ন লাভ করেন।

অ্যান্ডারসনের মৃত্যুর খবর জানিয়ে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “তাঁর প্রস্থানে আমরা গভীরভাবে শোকাহত। এ সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানাচ্ছি।”

লনি অ্যান্ডারসনের চলে যাওয়া শুধু তাঁর পরিবারের জন্য নয়, গোটা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আশির দশকের টেলিভিশনের স্মরণীয় এক অধ্যায় যেন তাঁর সঙ্গেই বিদায় নিল।

আপনার জেলার সংবাদ পড়তে