অভিনেত্রী অঙ্কিতার বাড়ি থেকে দুই কিশোরী নিখোঁজ, থানায় অভিযোগ

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০২:২৬ পিএম
অভিনেত্রী অঙ্কিতার বাড়ি থেকে দুই কিশোরী নিখোঁজ, থানায় অভিযোগ

ভারতের টেলিভিশনের পরিচিত মুখ অঙ্কিতা লোখন্ডে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। মুম্বাইয়ের বাসভবন থেকে তাঁর গৃহপরিচারিকার কন্যা সালোনি এবং ওই মেয়ের বান্ধবী নেহা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার পর থেকে তাঁদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অভিনেত্রী।

মুম্বাইয়ের ভাকোলা এলাকায় শেষবার দেখা যায় দুই কিশোরীকে। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এ ঘটনায় মুম্বাইয়ের মালভানি থানায় একটি এফআইআর দায়ের করেছেন অঙ্কিতা। বিষয়টি জানিয়ে তিনি ২ আগস্ট (শুক্রবার) ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, “সালোনি ও নেহা শুধু আমাদের বাড়ির নয়, আমাদের পরিবারের অংশ। আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

সামাজিক মাধ্যমে দুই কিশোরীর ছবি প্রকাশ করে অঙ্কিতা সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান। তিনি অনুরোধ করেছেন, কেউ যদি তাঁদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে যেন দ্রুত পুলিশকে জানান। পাশাপাশি মুম্বাই পুলিশকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান অভিনেত্রী।

এই ঘটনায় অঙ্কিতার স্বামী ভিকি জৈনও সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে একইরকম আহ্বান জানান। দুজনেই আশা প্রকাশ করেছেন, যত দ্রুত সম্ভব তাঁদের ‘পরিবারের অংশ’ দুই কিশোরীকে নিরাপদে ফিরে পাওয়া যাবে।

নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ অপহরণের সম্ভাবনাও খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত দুই কিশোরীর সন্ধানে কোনও অগ্রগতি হয়নি।