ঢালিউডের আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার রূপ, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে বরাবরই ভক্তদের নজর কাড়েন। অভিনয়ের ব্যস্ততা সামলে যখনই সুযোগ মেলে, বেড়িয়ে পড়েন নিজের মতো করে সময় কাটাতে। সম্প্রতি তিনি যে আবারও একান্ত অবসরে বেরিয়ে পড়েছেন, তার প্রমাণ মিলেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া নতুন কিছু ছবিতে। রোববার (৩ আগস্ট) দুপুরে মিম নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, তিনি রয়েছেন কোনো এক সমুদ্রসৈকতের ধারে। তাঁর পরনে গোলাপি রঙের হালকা ফ্লোরাল প্রিন্টের পোশাক, চোখে রোদচশমা আর খোলা চুলে স্বচ্ছন্দ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে নয়, বরং পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছেন এতটাই সাবলীলভাবে, যেন প্রকৃতি আর অভিনেত্রী—দুজনেই একইসঙ্গে আলো ছড়াচ্ছেন। যদিও ছবিগুলোর অবস্থান কোথায়, তা সরাসরি উল্লেখ করেননি মিম, তবে পেছনের দৃশ্যপট স্পষ্টভাবে জানান দিচ্ছে—এটি দেশের বাইরে কোনো এক সমুদ্রতট। ছবির ক্যাপশনেও কোনো কথা নেই, শুধু একটি ভালোবাসার ইমোজি বসিয়েছেন তিনি। তবে ছবির নিচে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল স্পষ্ট। কেউ প্রশংসায় ভাসিয়েছেন ‘স্বর্গীয় সৌন্দর্য’ বলে, কেউ আবার ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। এমন রৌদ্রস্নাত মুহূর্তে মিমের সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ক্যামেরার সামনে তার এই স্বাভাবিক উপস্থিতি প্রমাণ করে, সৌন্দর্যের জন্য তাকে কৃত্রিমতার আশ্রয় নিতে হয় না। উল্লেখ্য, বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘দিগন্তে ফুলের আগুন’। অভিনয়জীবনের ধারাবাহিকতায় যেমন পেশাগতভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোও ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের সঙ্গে, যা তাদের হৃদয়ে আরও ঘনিষ্ঠ করে তুলছে এই অভিনেত্রীকে।