অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সেমিনারে যোগ দিয়ে বললেন, “সরকারের ভুল যে নেই, তা নয়। সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে ভুল সংশোধন করা যাবে। তবে শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।”
অর্থ উপদেষ্টা বলেন, সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। একটু অন্তর দিয়ে দেখুন। আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেয়া জরুরি।
এনবিআর নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর একটি সুনাম রয়েছে, তা ধরে রাখতে হবে। ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এখন থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, যা একটি সময়োপযোগী পদক্ষেপ।”
এসময় এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “আমরা কর ব্যবস্থাকে আরও সহজ, আধুনিক ও জনবান্ধব করতে কাজ করছি। করদাতারা যেন সহজেই কর দিতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ইউনিটির (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। এছাড়াও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান।