সময় সংকটে ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ খায়রুল, জায়গা নিলেন কে?

এফএনএস বিনোদন
| আপডেট: ৪ আগস্ট, ২০২৫, ০৩:৫৭ পিএম | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৩:১৬ পিএম
সময় সংকটে ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ খায়রুল, জায়গা নিলেন কে?

ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক এম এন রাজের নতুন রোমান্টিক সিনেমা ‘ভালোবাসার মরশুম’ ঘিরে এখন টালিগঞ্জে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা। একদিকে যেমন থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান যোশী, অন্যদিকে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা ও ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি যোগ দিচ্ছেন সেই অভিনয়ভূমিতে। এমন একটি আলোচিত প্রজেক্টে শুরুতে যুক্ত ছিলেন বাংলাদেশের তরুণ অভিনেতা খায়রুল বাশারও। তবে শেষ পর্যন্ত সময় মেলাতে না পারায় তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিজেই নিশ্চিত করেন খায়রুল বাশার। জানান, সেপ্টেম্বরের শুরুতেই ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু ওই একই সময়ে বাংলাদেশে তার একটি সিনেমার শিডিউল নির্ধারিত রয়েছে। ফলে দুই প্রজেক্ট একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই পরিচালককে অনিচ্ছা সত্ত্বেও ‘না’ বলতে হয়েছে তাকে।

খায়রুলের এই সরে যাওয়ার খবরে সিনেমার টিম কিছুটা চাপে পড়লেও দ্রুত বিকল্প খুঁজে নেন পরিচালক এম এন রাজ। তার সিদ্ধান্ত অনুযায়ী, খায়রুল বাশারের জায়গায় অভিনয় করবেন টালিউডের তরুণ অভিনেতা গৌরব রায়চৌধুরী। এর আগেও গৌরব ‘একন্নবর্তী’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজরে এসেছেন। এবার তিনি যুক্ত হচ্ছেন এই আন্তর্জাতিক কাস্টিংয়ের নতুন ছবিতে।

‘ভালোবাসার মরশুম’ সিনেমার কাহিনিচিত্র ঘোরে আবির নামে এক কলেজ প্রফেসরকে ঘিরে, যার চরিত্রে অভিনয় করছেন শারমান যোশী। আবিরের জীবনে একসময় এসেছিলেন ‘পারমিতা’ (সুস্মিতা চ্যাটার্জি), যার স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। এদিকে হিয়া (তানজিন তিশা) নামের এক ছাত্রী ধীরে ধীরে আবিরের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাদের মধ্যে বিয়েও হয়। কিন্তু এক সময় আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে—এই রহস্যময় মনোসংঘাতই সিনেমার নাটকীয় মোড় তৈরি করে।

খায়রুল বাশারকে ভাবা হয়েছিল এই রহস্য ঘিরে থাকা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তার সরে যাওয়ার ফলে সেই ভূমিকাতেই এখন দেখা যাবে গৌরব রায়চৌধুরীকে।

সিনেমাটির বাংলাদেশ ও ভারতের দর্শকদের কাছে আগ্রহের জায়গা আরও বাড়িয়ে দিয়েছে দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের একসঙ্গে পর্দায় দেখা পাওয়ার প্রত্যাশা। পরিচালক জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং।