সরাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৪:৫৬ পিএম
সরাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই ‘পুনর্জাগরণ ও তারূণ্যের উৎসব-২০২৫’ উদ্্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সরাইল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সরকারি অন্নদা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের  ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইউছুফ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা আনিসুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা একরাম হোসেন, বিকেবির সরাইল শাখার মুখ্য কর্মকর্তা এম এ মুসা প্রমুখ। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় কৃষি ব্যাংকের উদ্যোগে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ টি করে ফলদ ও ওষুধী বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে