নির্বাচন কমিশনের প্রস্তাব প্রত্যাহারের দাবী

লাকসাম-মনোহরগঞ্জ আসন পুনর্বহালের দাবীতে সভা ও স্বারকলিপি প্রদান

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৫:০৬ পিএম
লাকসাম-মনোহরগঞ্জ আসন পুনর্বহালের দাবীতে সভা ও স্বারকলিপি প্রদান

কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসন পুনর্বহালের দাবীতে সভা ও নির্বাচন কমিশনে স্বারকলিপি  প্রদান করা হয়েছে। সোমবার লাকসামের মুদাফফরগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে সভা করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন আলানা গ্রুপ ও ওডেল গ্রুপের পরিচালক সামিরা আজিম দোলা । শরীফ হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবদুল হাই চেয়ারম্যান, শাহাদাত হোসেন, সামছুল ইসলাম মোল্লা, হাজী জসিম উদ্দিন প্রমূখ। অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার মো: নাছির উদ্দিনের কাছে সাবেক জনপ্রশাসন সচিব একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে ঢাকাস্থ মনোহরগঞ্জ প্রবাসীরা কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসন পুনর্বহালের দাবীতে স্বারকলিপি  প্রদান করেন। সাবেক সচিব একেএম জাহাঙ্গীর আমার দেশকে বলেন মনোহরগঞ্জবাসী আমরা লাকসামের সাথে ছিলাম । নির্বাচন কমিশন লাকসাম-লালমাই আসন করে যে প্রস্তাব করেছে তা বাতিল এবং আগের অবস্থানে লাকসাম-মনোহরগঞ্জ আসন ‍পুনর্বহালের দাবী জানান । এ সময় ছিলেন আলহাজ্ব আবুল বাশার, জিএম ফারুক স্বপন  সহ ঢাকাস্থ মনোহরগঞ্জ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে