চাটমোহরে গরুর খামার বন্ধ করে দেওয়ার হুমকি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৬:১৩ পিএম
চাটমোহরে গরুর খামার বন্ধ করে দেওয়ার হুমকি

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে একটি গরুর খামার বন্ধ করে দেওয়ার অপচেষ্টাসহ খামার মালিককে মারপিট করার হুমকি দেওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগি খামার মালিক জালেশ্বর গ্রামের হুজুর আলীর ছেলে ফারুক হোসেন সরদার সোমবার চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে জানা গেছে,ফারুক সরদার তার বাড়িতে একটি গরুর খামার করেছেন। খামারে ৮/১০টি গরু রয়েছে। এ অবস্থায় একই গ্রামের আঃ হাকিমের ছেলে শফিউল আলম সায়েম ওই গরুর খামার বন্ধ করার নির্দেশ দেন। এক পর্যায়ে ফারুক সরদারের ভাইয়ের বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফারুক পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ সংযোগ নিতে আবেদন করলেও সায়েম সেখানে বাধা সৃষ্টি করেছেন। শুধু তাই নয় সায়েম ফারুক সরদারকে মারপিট করাও হুমকি দিচ্ছে। অসহায় ফারুক সরদার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ফারুক সরদার জানান,সায়েম যে কোন সময় তাকে মারপিট করাসহ বড় ধরণের ক্ষতি করতে পারে। আমি এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য শফিউল আলম সায়েমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে