পাবনার চাটমোহরে নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী গ্রুপের মাঝে ১০টি পুকুরের জন্য এ্যারেটর বিতরণ করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য দপ্তরের উদ্যোগে এ্যারোটর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওসমান গনি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুনসহ ১০টি গ্রুপের দলপতি ও সম্পাদক,মৎস্যচাষি উপস্থিত ছিলেন৷