সুনামগঞ্জে ২ কোটি ২৯ লক্ষ্য টাকার ভারতীয় পণ্য জব্দ

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৭:২৭ পিএম
সুনামগঞ্জে ২ কোটি ২৯ লক্ষ্য টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় ও শেরওয়ানি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। রোববার (৩ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিকবিহীন একটি কাঠবডি নৌকাসহ জব্দ করা হয়েছে ১ হাজার ২৫৮ পিস ভারতীয় শাড়ি, ২ হাজার ২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১ হাজার ৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশত টাকা।

টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে আরও অংশ নেন বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলাম এবং বিজিডি-৩১৫ এর অধীনস্থ ১৪ জন সদস্য।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে।

জব্দকৃত নৌকাসহ ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে