পুঠিয়ায় উপজেলা জুড়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্তমানে শতশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিন উপজেলায় জলাবদ্ধতার অভিযোগ নিয়ে সাধারণ ভুক্তভোগি মানুষরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ধরনা দিচ্ছেন। উপজেলায় অপরিকল্পিত এবং যত্রতত্রভাবে বেশিরভাগ তিনফসলী জমিতে পুকুর খনন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ অতীতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের অনিয় ও গাফিলতির কারণে উপজেলা জুড়ে অবৈধভাবে পুকুর খনন করা হয়। অপর দিকে উপজেলা যেসব সরকারি এবং ব্যক্তিগত নালা ডোবা দিয়ে ইতোপূর্বে পানি নিস্কাশন করা হতো তা বর্তমানে ভরাট করা হয়েছে। বিশেষ করে টানা কয়েক দিনের বৃষ্টির কারণে উপজেলার ঘরবাড়ি ও ধানের ক্ষেত ডুবে গিয়েছে। ৩১ জুলাই উপজেলার ফুলবাড়ী,মোহনপুর, কৈপুকুরিয়া, ধনঞ্জয় পাড়া এলাকাবাসী পানি নিষ্কাশন এবং আগামীতে বিলে হাজার হাজার জমিতে ধান রোপন করার দাবিতে উপজেলা ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। পরে এলাকাবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। পৌরসভার গন্ডগোহালী পশ্চিমপাড়ায় ২ং ওয়ার্ডের প্রায় ১শত পরিবার পানিন্দী হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে যাওয়ায় গবাড়ি পশু পালনকারীরা মহাবিপাকে পড়েছেন। ফুলবাড়ী এলাকার কৃষক কামাল হোসেন বলেন,কয়েক দিনের ভেতরে শিলমাড়িয়া ভালুকগাছি জিউপাড়া ইউনিয়নের বিলগুলো হতে পানি বাহির করতে না পাড়লে কৃষকরা হাজার হাজার একর জমিতে ধান রোপন করতে পাড়বে না। এতে করে দেশে খাদ্য ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর বলেন, উপজেলায় যেখানে জলাবদ্ধতায় ঘরবাড়ি ফসলের ক্ষতি হচ্ছে সেখানে উপজেলা প্রশাসন গিয়ে সমাধান করার চেষ্টা করছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানের জলাবদ্ধতা দূর করা হয়েছে।