পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কমিটির পরিচিতি সভা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৫, ১১:৩৬ এএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ১১:৩৬ এএম
পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কমিটির পরিচিতি সভা

‎জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা শাখার সদ্য গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে এ সভা আয়োজন করা হয়।

‎সভায় বক্তারা নতুন ওই কমিটির ভূমিকা, দলীয় আদর্শ এবং দলের ও সাধারন মানুষকে আইনি সহায়তা প্রদানে সক্রিয় থাকার উপর গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে জেলায় জাতীয়তাবাদী আইনজীবীদের সংগঠিত ও সক্রিয় করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়। বক্তারা আরো বলেন, জেলা আইনজীবী ফোরাম  স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগামীতেও যেকোনো অত্যাচার অনাচারের বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখবে। 

পরিচিতি সভায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপি সদস্য পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন, জিপি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, নারী ও শিশু আদালতের পিপি এ্যাড. নূরুল ইসলাম সরদার শাহজাহান, অতিরিক্ত পিপি এ্যাড. মনিরুল ইসলাম খান, অতিরিক্তি পিপি অ্যাড. ওয়াহিদ হাসান বাবু, অতিরিক্ত পিপি অ্যাড. রহিমা আক্তার হাসি, শেখ হাসানুল কবির লীন, এ্যাড. খায়রুল বাশার শামীম প্রমুখ।

‎পরিচিতি সভায় পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের সদস্য ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ১৭ জুলাই পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনিজীবী ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি কেন্দ্র থেকে অনুমোদিত হয়। পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার কে আহবায়ক এবং অ্যাডভোকেট আকরাম আলী মোল্লাকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে