৫ই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাকসামে বিএনপির আনন্দ মিছিল

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০১:০১ পিএম
৫ই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাকসামে বিএনপির আনন্দ মিছিল

৫ই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাকসামে বিএনপির আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‌্যালী করা হয়। সকাল ১০টায় লাকসাম খান্দানি মার্কেট হতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লাকসাম উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজির আহমদের নেতৃত্বে বিএনপির আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। আনন্দ মিছিলে ছিলেন আলহাজ মোস্তফা কামাল, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক মিলটন। এরপর সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বিএনপির আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। মিছিলে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, পৌরসভা আহবায়ক আবুল হাসেম মানু, বেলাল রহমান মজুমদার, মাহবুবুর রহমান মানিক। পরে বিএনপির সামিরা আজিম দোলার নেতৃত্বে গণ মিছিল করেন। মিছিলে ছিলেন শাহাদাত হোসেন, হাজী জসিম উদ্দিন, হাজী আমির হোসেন, শওকত আলম সেলিম, জাহিদুল ইসলাম প্রমুখ। আনন্দ মিছিলে মিছিলে শহর পদক্ষিন করে এবং নেতৃবৃন্দ ফ্যাসিবাদের পতন এবং আগামী বাংলাদেশ নতুন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে