জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট মংগলবার বেলা ১১ টায় জুলাই গনঅভ্যুত্থান -২৫ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
সম্মিলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.শফিউল আলম বিশেষ অতিথি পুলিশ সুপার ইবরাহিম খলিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল সিভিল সার্জন আবুল ফাত্তাহ, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদেরঅনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচছা জানান এনডিসি আবদুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরুল আমিন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির জেলা জামায়াতে ইসলামী জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল কবির বাবুল হাওলাদার।
সম্মিলনে জুলাই ২৪ এর স্মৃতি চারন করেন শহিদ রিয়াজুল ইসলামের স্ত্রী মরিয়ম শহিদ তামিমের মা শিউলি আক্তার, নাসরিন আক্তার বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি ইমাম হোসেন রেজাউল করিম সুলায়মান সাগর।
জুলাই যোদ্ধা রিয়াদ, নুর হোসেন সভা পরিচালনা করেন, জুলাই যোদ্বা আবদুল হান্নান। জুলাই যোদ্বা, ছাত্র প্রতিনিধিরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার তিনটি ভুয়া নির্বাচন করেছিলেন। কর্মকর্তাদের উদ্দেশ্য করে জুলাই কে ধারন করে সকলকে কাজ করার আহবান জানান। এনসিপির কেহ চাঁদা বাজিতে জড়িত থাকলে তাদের কে প্রতিহত করা হবে। দিনব্যাপী আলোচনা সভা সহ বিকেলে সার্কিট হাউস মাঠে ফুটবল প্রতিযোগিতা রয়েছে।