নেত্রকোনার কলমাকান্দায় সারাদেশের ন্যায় জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কলমাকান্দা উপজেলা বিএনপির বিশাল এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
মঙলবার (৫ আগস্ট) মুসলধারে বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দলে দলে এ আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন এবং সারা বাজার প্রদিক্ষণ শেষে শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ বিজয়ের বর্ষফুর্তি মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদ্য সভাপতি এমএ আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ওবায়দুল হক, কলি আক্তার, সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সুলাইমান, সেচ্ছাসেবকদলের আহবায়ক আনোয়ার হোসেন আইনল, ছাত্রদলের আহবায়ক গোলাম রসুলসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।