মুন্সীগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহীদ স্মৃতি স্তম্বে পুস্পস্তবক অর্পণ , জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন এবং শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
সকালে শহরের লীচু তলা এলাকায় শহীদ স্মৃতি স্তম্বে শহীদ পরিবারের সদস্য , জেলা প্রশাসন ফাতেমা তুল জান্নাত , পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার , বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর , শিক্ষা প্রতিষ্ঠান পুস্মস্তবক অর্পণ করে।এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ ,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শরীফ উল্লাহ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করীম অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। সেখানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।সম্মিলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত , পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার , শহীদ সমুদ্রের মাতা মাকসুদা আক্তার , শাহাদির হাসান প্রান্তর মাতা শাহিনুর বেগম শহীদ সাইদুল ইসলামের সুভনের মাতা শাহানাজ বেগম । জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের এবং ও আহত যোদ্ধাদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন , ছাত্র / জনতার বিবেক বুদ্ধি আর জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে সবায় মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানে শহীদদের চাওয়ার মতো দেশ গড়তে না পারলে তাদের আত্নদান ব্যর্থ হয়ে যাবে।সুন্দর বৈষম্যহীন দেশ গড়তে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে । তৃতীয় পক্ষ যাতে দেশ গঠনে ক্ষতি করতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।