বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিজয় মিছিল, শহীদ পরিবার ও জুলাই আহত সম্মিলন, জুলাই যোদ্ধাদের স্মৃতি রোমন্থন, তথ্য প্রদর্শনী, বিজয় কনসার্টসহ নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকার বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন ও জুলাই আহত ও শহীদ পরিবোরের সদস্যরা। এসময় জুলাইকে স্মরণ করে অনেকেই স্মৃতি কাতর হয়ে পড়েন। আগামীতে বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, সমৃদ্ধশালী ও অর্থনীতির বাংলাদেশে দেখতে চান সাধারণ মানুষ।
এরপর নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘জুলাই পুর্ণজাগরণ’ অনুষ্ঠানে উপস্থিত হন জুলাই শহিদ পরিবার। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ পরিবার ও জুলাই আহত সম্মিলনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, জেলা প্রশাসক মুফিদুল আলম, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জুলাই যোদ্ধা আলী হোসেনসহ আহত ও শহীদ পরিবারের সদস্যগণ বক্তব্য রাখেন।
এছাড়াও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘ছাত্র-জনতার বিজয় মিছিল’ করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মানে র্যালি করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার দুপুরে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে শেষ হয়।
অন্যদিকে ৩৬ জুলাই ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশ করেছে খেলাফত মজলিস মহানগর শাখা। নগরীর টাউন হল জুলাই চত্বর থেকে র্যালি বের হয়ে রেলওয়ে স্টেশন চত্বরে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
খেলাফত মজলিস মহানগর সভাপতি অধ্যাপক মো. আব্দুল করিমের সভাপতিতে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ, মহানগর সহ সভাপতি মাওলানা লুৎফর রহমান মাদানি, মাওলানা মশিউর রহমান, সহকারী সম্পাদক দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, দফতর সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান অপু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্র মজলিসের জেলা সভাপতি মেহেদি হাসান, মহানগর সভাপতি রাশেদুল ইসলাম রন্জু , শ্রমিক মজলিস মহানগর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ, মহানগর সদস্য মাওলানা আতাউর রহমান লাবীব, নোমান আহমাদ, হাফেজ জামাল উদ্দিন, নজরুল ইসলাম প্রমূখ।
সমাবেশ নেতৃবৃন্দ দেশবাসীকে জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মানে আহবান জানান। জুলাই চেতনায় আগামীর বাংলাদেশে বাস্তবায়ন না হলে দেশে আবারো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। বক্তারা জুলাই চেতনা ধারণ করে ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র গঠন করতে।