ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৪:১০ পিএম
ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধর্ষণ মামলার প্রধান আসামী আলমগীর হোসেনকে (২৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৪ র‌্যাব-১ এর সহযোগিতায় ঢাকার তুরাগ বাউনিয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার র‌্যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারি পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে র‌্যাব জানায়, আলমগীর দীর্ঘদিন যাবত ৫ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গত ৭ ফেব্রুয়ারি আলমগীরের বাবা মা ভাই বোন আত্মীয়ের মৃত্যুবার্ষিকীতে যায়। সেই সুযোগে বিকেলে আলমগীর ঐ মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে বাড়ীতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে নান্দাইল থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আলমগীর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে