ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি বিজয় র্যালির আয়োজন করে। মঙ্গলবার শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আল সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আলহ্জ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান, আবদুস সালাম মৃৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম তালুককদার, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মিয়া, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খানসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলাদলসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসান মামুন বলেন, জনগণের বিজয়কে সুদূর প্রসারী করার জন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্টদের বিচার এবং শহিদদের পরিবারকারকে পুণবাসন ও আহত ও পঙ্গুদের চিকিৎসা মধ্য দিয়ে একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছে। সে যাত্রা সুদূর প্রসারী হোক। বাংলাদেশের গণতন্ত্র ও শান্তি ফিরে আসুক।
এদিকে সকাল ১০টায় ইসলামী আন্দোল বাংলাদেশ গলাচিপা শাখার উদ্যোগে পৌর এলাকায় একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।