বালিয়াকান্দিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৫:৫৮ পিএম
বালিয়াকান্দিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের প্রথম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে  বিএনপির (হারুন গ্রুপ)  বিজয় মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে  রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে কলেজ চত্বরে ৭টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। 

সেখান থেকে বিজয়  মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বালিয়াকান্দি বাজার  চৌরাস্তা মোড়ে উপজেলা বি এন পির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।

এসময় উপস্থিত ছিল ন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন , উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মমতাজ আক্তার (তানিয়া) সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক ও বাচ্চু মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান(আক্তার), উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাফেজা খাতুন।

এছাড়াও সদর ইউনিয়নের ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ  রোকুনুজ্জামান সহ উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে