সরাইল বিএনপি’র বিভক্ত কর্মসূচি পালন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৬:২২ পিএম
সরাইল বিএনপি’র বিভক্ত কর্মসূচি পালন

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের বর্ষপুর্তিতে আনন্দে ভাসছে সরাইল উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ ই আগষ্ট ছাত্র জনতার কঠোর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পদত্যাগ দেশ ছেড়ে যেতে বাধ্য হন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। তাই এই দিবসটিকে যথাযথ ভাবে পালনের উদ্যেশ্যে সকালে বিজয় র‌্যালী ও পথ সভা করেছেন সরাইল বিএনপি। একই কর্মসূচি পৃথকভাবে পালন করেছেন জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন। কর্মসূচি বাস্তবায়ন করেছেন উপজেলা যুবদলও। বিকেলে আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মী বিজয় র‌্যালি ও পথসভা করেছেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি’র সহসভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি’র সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপুর নেতৃত্বে পালিত হয়েছে কর্মসূচি। পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেছেন উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নুর আলমের নেতৃত্বে আরেক বলয়। দিবসটি পালন করতে সকাল থেকেই বাদ্যযন্ত্র বাজিয়ে মাথায় ও কপালে লাল কাপড় বেঁধে উপজেলা সদরে মিছিল করে প্রবেশ করতে থাকেন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। বেলা বাড়ার সাথে মিছিলের শহরে পরিণত হয় সরাইল সদর। আনন্দ উল্লাস নাচ গান ও রং খেলায় জমে উঠে দিবস পালন।

আপনার জেলার সংবাদ পড়তে