‘জুলাই ঘোষণাপত্র’কে এনসিপির স্বাগত

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ পিএম
‘জুলাই ঘোষণাপত্র’কে এনসিপির স্বাগত

আজ ৫ আগস্ট। গত বছর এই দিনে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জুলাই ঘোষণা পাঠ করেছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আর এই ঘোষণাপত্র কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি”। 

মঙ্গলবার বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”

আজ বিকেল পাঁচটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আপনার জেলার সংবাদ পড়তে