মেহেরপুরের গাংনীতে গণঅভ্যর্থন দিবস উপলক্ষে বিএনপি'র আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৫-ই আগস্ট সোমবার বিকাল সাড়ে ৫ টায় গাংনী হাসপাতাল বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সুলেরী আলভী,
এ সময় বিএনপি নেতা শাহজাহান সেলিম, বিএনপির নেতা নুরুজ্জামান হকা, রায়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারকিদুল ইসলাম, কাথুলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসাইন , সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, মহিলা মহিলা দল নেত্রী ফারহানা আরিফিন ইতি সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।