স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিজয় মিছিল বের করা হয়। স্থানীয় ডাক বাংলা এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ.কে.এম.সেলিম রেজা হাবিবের নেতৃত্বে শত শত নেতা-কর্মীদের অংশ গ্রহণে বের হওয়া বিশাল এই মিছিলটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরবাজারের প্রাণকেন্দ্রে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেনপাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ.কে.এম.সেলিম রেজা হাবিব। সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আবদুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনের চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শামসুর রহমান সমাজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান ও সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন মন্ডল।