লোহাগড়ায় বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৮:২২ পিএম
লোহাগড়ায় বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

নড়াইলের লোহাগড়ায়  ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন করেছে বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ও  ছাত্রজনতা আন্দোলনের সফলতা তুলে ধরে এ দিনটিকে স্মরণ করে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিজয় র‍্যালি ও সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুর ১২টায় লোহাগড়া সি এ্যান্ড বি চৌরাস্তা থেকে একটি বিজয় র‍্যালি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি বারবার কারাভোগকারী ত্যাগী ও পরিক্ষিত নেতা মোঃ আহাদুজ্জামান বাটু। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক  আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।


সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “গত বছরের ৫ আগস্ট ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। ছাত্র-জনতার অভ্যুত্থানে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছিল।”

তাঁরা দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং দেশের জনগণের অধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে